নারায়ণগঞ্জে মেলার উপর ধসে পড়ল স্কুলের দেয়াল, আহত ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে মেলার উপর একটি স্কুলের দেয়াল ধসে পড়ে তিনজন আহত হয়েছে। আহতরা হলো : জহির (৪৫), আবু জাফর (৪০) ও আসিফ (১৪)। এদের মধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক। ১৮ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার এসআই দীপঙ্কর জানান, কাশীপুর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের বাউন্ডারী দেয়াল ঘেষে একটি মেলার আয়োজন চলছিলো। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়ে। এতে মেলার স্টলে থাকা তিনজন আহত হয়। অন্যরা দৌড়ে সরে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, দেয়ালটি স্কুলের। এবং বেশ পুরোনো। তাছাড়া লম্বা ওই দেয়ালটিতে কোন কলাম ছাড়াই বানানো হয়েছে। সকালে মানুষ জন কম থাকায় তেমন বড় দূর্ঘটনা ঘটেনি। দেয়াল ধসে মেলার ৬টি স্টলের প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে। ঘটনার পর মেলাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ঘটনার পরে স্কুলের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত