নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সৈয়দ সিফাত আল রহমান লিংকন) : নারায়ণগঞ্জে হতদরিদ্র মা, শিশু ও বয়স্কদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করেছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর প্রধান । এছাড়াও মহামারী করুণা পরিস্থিতিতে নিয়েছেন নানা উদ্যোগ। বিভিন্ন কর্মসূচীর মধ্যে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, খাদ্য সমাগ্রী বিতরণ করে সহযোগীতায় এগিয়ে এসেছেন তিনি।
জানা গেছে, এসব কর্মসূচীতে বিতরণের জন্য কাজ করছেন তার কয়েকশত দলীয় নেতাকর্মী। এরই ধারাবাহিকতায় ২৯ শে মার্চ যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসার মাধ্যমে এনায়েত নগর এলাকায়। যুবদল নেতা হেলালুদ্দীন লিটন এর মাধ্যমে মাধ্যমে আট নং ওয়ার্ড ভূইয়াপাড়ায় হ্যান্ড স্যানিটাইজার মাক্স সাবান বিতরণ শুরু করেন ৩০ শে মার্চ যুবদল নেতা সানাউল্লাহ ও ছাত্রদল নেতা রেদওয়ান মাধ্যমে তাঁত খানা ও সৈয়দ পাড়া এলাকায় এবং যুবদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে ৮ নং ওয়ার্ড ও দক্ষিণ এনায়েত নগর।
১লা মার্চ যুবদল নেতা হুমায়ুন কবিরের মাধ্যমে বাড়ইপাড়া এলাকায় যুবদল নেতা তরিকুল এর মাধ্যমে ১৩ নাম্বার ওয়ার্ডে বিতরণ করা হয়।৪ এপ্রিল ছাত্রদল নেতা রিক্সন এর মাধ্যমে ১৩ নং ওয়ার্ডে আমলাপাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ৫ ই এপ্রিল যুবদল নেতা তরিকুল ইসলামের মাধ্যমে ১৩ নং ওয়ার্ড জামতলা এলাকা এবং যুবদল নেতা ফখরুল হাসান ও যুবদল নেতা বিপ্লব এর মাধ্যমে ১২ নং ওয়ার্ড খানপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ৬ ই এপ্রিল যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসার নেতৃত্বে ৮ নং ওয়ার্ড এনায়েত নগর এলাকা ও যুবদল নেতা জাকির হোসেন এর মাধ্যমে দক্ষিণ এনায়েত নগর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে ২রা এপ্রিল সাগর প্রধান নিজেই বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপশি শিশুখাদ্য, গর্ভবতী মায়েদের খাদ্য ও বয়স্কদের কিছু পুষ্টিকর খাবার বিতরণ করার কার্যক্রম শুরু করেছেন।
এ বিষয়ে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাগর প্রধান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সাগর প্রধান। ব্যক্তি উদ্যোগে শিশু খাদ্য উপহার দিয়েছেন শহরের আট নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ তাঁতখানা এলাকায়। শিশুদের জন্য এমন উপহারে আবেগাপ্লুত হয়েছেন অনেক অসহায় মা।
সাগর প্রধান আরো বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রতিনিয়তই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আমি স্লোগানে বিশ্বাসী। আর এই বিশ্বাসের জায়গা থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটাতে কি শান্তি তা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে মন থেকে মানুষের জন্য কিছু করতে পারলে সেটার তৃপ্তি অনেক বেশি। আর এটা করে আমি লাভবান, তবে সেটা অর্থ বা সম্মানের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। যেটা কখনই টাকা দিয়ে কেনা যায় না।