নারায়ণগঞ্জে মাস্ক না পড়ার অপরাধে ১১০ জনকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে মাস্ক না পড়ার অপরাধে ১১০ জনকে জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ২৪ই মার্চ বুধবার করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

ওই দিন নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, জালকুড়ি, চাষাড়া মোড়, মদনপুর, দ্বিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহনে, রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টার এবং বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ২১ হাজার ১শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বুধবার অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা।

 এ ব্যাপারে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের মোট ৯ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কর্মকতারা জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত