নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের এসপি (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, এতবড় ইউনিয়ন পরিষদ নির্বাচন গেল। এখানে একটি লোকেরও রক্ত ঝরেনি, একটি লোকও মারা যায়নি। এটা নারায়ণগঞ্জের মত জায়গায় চিন্তা করা যায় না। এটা আপনারা সম্ভব করেছে। যেখানেই যাই লোকে প্রশ্ন করে আপনি নারায়ণগঞ্জের এসপি। মনে হয় আমি অন্য কোন গ্রহের এসপি। কিন্তু আমি বলতে চাই আমার ১৮ বছরের চাকরির সবচেয়ে সোনালী সময় কেটেছে নারায়ণগঞ্জে। এখানকার মাটি ও মানুষ অত্যন্ত ভালো। ২৭ জুলাই বুধবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নব গঠিত জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আমি চেষ্টা করেছি আপনাদের সেবা করতে। ইতোমধ্যে আমার পদায়ন ঢাকা মহানগরে হয়েছে। আমি হয়ত কিছুদিনের মধ্যেই ঢাকা চলে যাবো। আমি নারায়ণগঞ্জকে কোনদিন ভুলতে পারব না। আপনারা আমাকে অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি সহযোগীতা করেছেন। আমার এই জেলায় যখন পদায়ন হলো তখন নারায়ণগঞ্জ নিয়ে মিডিয়ায় এমন একটি অবস্থা তৈরি হলো, এমন ভাবে নারায়ণগঞ্জকে নেগেটিভ ভাবে উপস্থাপিত হলো যেনো একটি সন্ত্রাসের জনপদ এমন একটা পরিস্থিতি ছিলো। সেই পরিস্থিতিতে আমাকে পদায়ন করা হয়েছিলো, আমি এসেছিলাম। আড়াই বছর পরে আমি বলতে পারি নারায়ণগঞ্জকে নিয়ে সকল মিডিয়া, সকল সুশিল সমাজ, সারা বাংলাদেশ ও সারা বিশ্বের জনগণ এখন নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করে নারায়ণগঞ্জের পরিবেশ এখন ভালো আছে। এটা আপনারা করেছেন, আপনাদের সহযোগীতায় হয়েছে। আমি আশা রাখবো এই ধারা অব্যাহত রাখবেন।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল, সাধারণ সম্পাদক তানবীর আহমেদ টিটু সহ প্রমুখ।
এসপি জায়েদুল আলম বলেন, কমিউনিটি পুলিশিং আপনাদের নিয়ে কাজ করবে, আপনারাই পুলিশ। বলা হয়েছে জনতাই পুলিশ, পুলিশিই জনতা। অর্থ্যাৎ আপনারা প্রত্যেকে পুলিশের ভূমিকা পালন করবেন। এই পুলিশিং টা কি ? আপনি কি আসামি ধরবেন ? আপনি কি মামলা নিবেন ? আপনি কি আসামি কোর্টে দিবেন ? না সেটা না। আপনি সমাজের একটা সার্বিক বন্ধন। এই বন্ধনকে অটুট রেখে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান করবেন সকলে মিলে। আপনাদের কমটিতে আইনজীবিরা আছেন, সাংবাদিকরা আছেন, রাজনীতিবীদরা আছেন, কলেজের প্রিন্সিপাল আছেন, মাদ্রাসার মাওলানা সাহেবরাও আছেন। সকল শ্রেনী পেশার লোকরা আছেন। তারা একত্রিত হয়ে সমাজের যে কোন সমস্যার সমাধান করবেন। যদি এ কমিটি সঠিকভাবে কার্যকর করা যায় তাহলে নারায়ণগঞ্জে ইভটিজিং বলেন, মাদক বলেন, বাল্যবিবাহ বলেন, আমার মনে হয় না এটা থাকতে পারে। আমি আশা করি আমরা সকলে মিলে এ কাজ করব। ইতোমধ্যে আমাদের বিট পুলিশিং সকল বিটে পৌছে গেছে। এতে আমরা যেটা বলি পুলিশি সেবা সকলের দরজায় পৌছানো সেটা পৌছে যাবে।