নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজিস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে ভ্যাট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গনে চেম্বারর্স অব কমার্সর উদ্যোগে ঢাকা দক্ষিন কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এ মতবিনিময় সভার অয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম, বাংলাদেশ রি-রোলিং মিলস এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বারর্স অব কমার্সর সভাপতি খালেদ হায়দার কাজলসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যাটের চিন্তাটা এসেছে ব্যবসায়ীদের মাথা থেকে। তারা চিন্তা করেছেন করের থেকে ভ্যাট দেয়াটাই সুবিধাজনক। সেখান থেকেই ভ্যাটের সৃষ্টি। ভ্যাটের মাধ্যমে ব্যবসা বান্ধব একটি পরিবেশ সৃষ্টি করা সম্ভব। একজন ভ্যাট দিবে অন্যজন দিবেন না, এরকম হলেতো আর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে না। তাই কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে। আমরা ও আপনাদের ব্যবসায়ী সংগঠনগুলো মিলে এই পরিবেশ ধরে রাখতে চাই।