নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২রা আগস্ট সোমবার রাতে সদর মডেল থানাধীন টান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো : মানিক দাস (৩০), আবু তাহের (৩৩), আলী হোসেন (৫০), এবং পপি রানী (২৮)।
আজ ৩ই আগস্ট মঙ্গলবার বেলা ৫ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি অপরাধী চক্র মদ ও ইয়াবার আখড়া তৈরি করেছে। তাদের এই মদ ও ইয়াবার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন গিয়ে মদ ও ইয়াবা সেবন করে আসছে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে মদ ও ইয়াবার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ২রা আগস্ট সোমবার রাতে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপরোক্ত ৪ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।