নারায়ণগঞ্জে বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মহান বিজয় দিবস ও বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর শুক্রবার ভোরে প্রথমেই ফুল দিয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যগণ।

এদিকে এরআগে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে র‌্যালীটি চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সমাপ্তি ঘটে। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, লেডিস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ।

তাছাড়া এরআগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়া বিজয় দিবসকে ঘিরে নারায়ণগঞ্জের সকল সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

add-content

আরও খবর

পঠিত