নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি ও জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ ও ডন চেম্বার এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সড়কের পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে যুবদলের ৫ জন গুলিবিদ্ধ সহ ১৫ জন আহত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল দাবি করে বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহানগর যুবদলের নেতা ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে,শহরের কালিবাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলাম ও চাষাঢ়ায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা মিছিল বের করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কাউন্সিল ইকবাল ও গণতন্ত্র মঞ্চ মহানগরের সমন্বয়কারী মোতালেব মাস্টারকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের ও ডন চেম্বার এলাকায় জড়ো হচ্ছিলেন। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়া হয়। যদি কেউ জনগণের জান মালের ক্ষতি করার চেষ্টা করে পুলিশ জীবন দিয়ে হলেও তা রক্ষা করবে।