নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি পাঁচ বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। ১৯শে মে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, রহিমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌসসহ নারায়ণগঞ্জের প্রিন্ট ও ইল্টেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এসময় বাংলা টিভির সংবাদ, অনুষ্ঠানমালার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন আগত অতিথিরা।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি কমল খান, দৈনিক সংবাদ চর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, কাজি রিয়াল সাব্বির, নাজমুল, রাব্বি, নুর ইসলামসহ আরো অনেকে।
