নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার থাবায় ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তি দুই জনই পুরুষ। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা একজন। তার বয়স ৩৪ বছর। তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। এবং অপর র্যাক্তি সদর এলাকায় বাসিন্দা। তার বয়স ৫০ বছর। তিনি নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১শত ৮৫ জন। এ সময়ে সুস্থ ১২৮ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯ শত ৭৯ জন। ১৯ই এপ্রিল সোমবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ১৮ই এপ্রিল রবিবার সকাল ৮ টা থেকে ১৯ই এপ্রিল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৬৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলা ৪ জন, বন্দর উপজেলায় ৫ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৪ জন, রূপগঞ্জ উপজেলায় ২১ জন, সদর এলাকায় ১৯ জন এবং সোনারগাঁ উপজেলায় ১৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৯৭ হাজার ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০২, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৮, সোনারগাঁও উপজেলায় ৩৬ জন। মোট মৃত্যু ২০২ জন।