নারায়ণগঞ্জে প্রাণি সম্পদের প্রদর্শনী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ই জুন শনিবার সদর উপজেলার ফতুল্লার কাশিপুর বড় মসজিদ সংলগ্ন বালুর মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবীদ বাসনা আক্তার, উপজেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, আতাউর রহমান ভূঁইয়া, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা তাইজুল ইসলাম ও  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা প্রমূখ।

প্রদর্শনীতে কয়েকটি স্টলে বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া, হাস, মুরগি সহ গবাদি পশুর প্রদর্শন করা হয়েছে। সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত