নারায়ণগঞ্জে প্রতিরোধে আওয়ামীলীগ, প্রতিবাদে বিএনপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জে রাজনৈতিকভাবে অবস্থান ধরে রাখতে মাঠে সক্রিয় প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপি। তাই সড়কে মাঠে-ঘাটে মিছিল আর সভা সমাবেশে ব্যস্ত নেতাকর্মীরা। তাইতো বিভিন্ন দাবী তুলে প্রতিবাদ সভা, বিক্ষোভ করছে বিএনপি। পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরা বিরোধী দলের যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধে বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামীলীগ।

সূত্র মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। ১০ দফা আন্দোলন ঘোষনার পর থেকে সমমনা দলগুলো সঙ্গে নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করছে দলটি। সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি।
আর নারায়ণগঞ্জ বিএনপির চলমান আন্দোলনে বসে নেই আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপি যাতে বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য শান্তি সমাবেশের আয়োজনের মধ্য দিয়ে রাজপথে রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগও। এ ব্যাপারে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

জানাগেছে, গত ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। ২৪ ডিসেম্বর গণ-মিছিলের মধ্য দিয়ে এ আন্দোলন মাঠে গড়ায়। এরপর ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল ও ২৫ জানুয়ারি সমাবেশ করেছে দলগুলো। গত ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে করেন। এরপর থেকে একের এক আন্দোলনের মাধ্যমে রাজপথে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আর বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা ও ১৮ ফেব্রুয়ারি মহানগরী ও ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এসকল কর্মসূচিতে জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ বিএনপি অব্যাহত আন্দোলনের জবাবে সরাসরি পাল্টা কর্মসূচি না দিলেও দলের নিয়মিত কর্মসূচির মাধ্যমেই মাঠেই রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বিভিন্ন ইস্যুতে সভা-সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে সতর্ক পাহারার মাধ্যমে মাঠ দখলে রাখছে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগ নেতারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি সক্রিয়। তাই নির্বাচন নিয়ে দলটি যাতে কোনো ষড়যন্ত্রে মেতে উঠতে না পারে সেজন্য কৌশলী অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বিএনপির সরকারবিরোধী কর্মসূচিগুলোতে বাধা না দিয়ে একইদিনে কর্মসূচি রাখবে ক্ষমতাসীনরা। শান্তিপূর্ণ এসব কর্মসূচির মধ্যদিয়ে বিরোধী শিবিরে অনেকটাই চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা।

add-content

আরও খবর

পঠিত