নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের বন্দরে মদ খেয়ে টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার  রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গলবন্দ বাসট্যান্ডে টহল দিচ্ছিলেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে একজন এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি কোথায় যাচ্ছেন এবং তার পরিচয় জানতে চায় পুলিশ। মাহমুদুল হাসান নিজেকে চেয়ারম্যানের ছেলে বলে পরিচয় দেন এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরে শুভর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের ৫ সদস্য আহত হন। পরে এ ঘটনায় এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে একজন দোকান থেকে কেনাকাটা করতে আসছিলেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করে দেওয়া ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ওই যুবকের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। তাদের সবার মুখ থেকেই অ্যালকোহলের গন্ধ বের হচ্ছিল।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, গ্রেফতার শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

add-content

আরও খবর

পঠিত