নারায়ণগঞ্জে পিতার ছুরিকাঘাতে ছেলের পর মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় পিতার ছুরিকাঘাতে ছেলের পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন হারেছ (৪৫) নামে এক রিকশাচালক। ঘটনার পরপরই মৃত্যু হয় ছেলে সোহাগের (১৫)। এদিকে হারেছ ও তার স্ত্রী মনোয়ারা (৩৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখম মনোয়ারা বেগম মারা গেছেন। ঘাতক হারেছের অবস্থায়ও গুরুতর।

add-content

আরও খবর

পঠিত