নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মো. তৈয়ম আহম্মেদ দিপু (২৫) নামে পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ই আগস্ট বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ থানাধীন পবনকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. তৈয়ম আহম্মেদ দিপু এর বাড়ি জামালপুর জেলার সদর থানার বানালের পাড় এলাকায়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২টি পাসপোর্ট, যমুনা ব্যাংকের ১টি চেক বই, ১টি ভুয়া সীল (যেখানে ডা. জুনায়েদ খালিদ, এম.বি.বি.এস, বি সি এস (স্বাস্থ্য), এফসিএস (সার্জারী), ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ লেখা আছে) এবং ৪০টি ডেলিভারী স্লীপ জব্দ করে র্যাব।
আজ ৬ই আগস্ট শুক্রবার বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. তৈয়ম আহম্মেদ দিপু পাসপোর্ট দালাল চক্রের একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ সে পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে সাধারণ লোকজনের নিকট হতে সরকার নির্ধারিত খরচের কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া পাসপোর্ট প্রত্যাশী সাধারণ মানুষ উক্ত পাসপোর্ট দালাল চক্রের সদস্য এর কাছে টাকা জমা দিলে সে নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্নপূর্বক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে আসছিল বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।