নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে হাতি সল্ট নামে মেসার্স উত্তরা লবন কারখানাকে প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্যাব ও জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জমান জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাকিতায় নিতাইগঞ্জ কেরসিনঘাট এলাকায় অবস্থিত মেসার্স উত্তরা লবণ কারখানায় গেলে কোন ক্যামিক্যাল টেস্ট ছাড়াই লবণের প্যাকেটের উপর উপাদানসমূহ লিখা পাই। এছাড়াও তাদের কোন ল্যাবরেটরি অস্থিত্ব পাওয়া যায়নি। উল্লেখিত প্রতিষ্ঠানটি প্যাকেটের উপর লবণের পরীক্ষা ছাড়াই মিথ্যা তথ্য প্রদান করেছে যা ভোক্তাদের সাথে প্রতারণার সামিল। তাই জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।