নারায়ণগঞ্জে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর একটি প্যাকেজিং কারখানার ভিতর থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরহেদ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুলাই রবিবার সকালে ফতুল্লা মডেল থানার শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লি: নামক কারখানা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়ে নিহতের পুত্র মো. মনিরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায়  অপমৃত্যু মামলা দায়ের করেছে।

নিহত মোফাজ্জল হোসেন ফতুল্লা মডেল থানার বিসিক শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লি: নামক কারখনায় নিরাপত্তারক্ষী  হিসেবে কর্মরত ছিলো।  নিহত মোফাজ্জল জামালপুর জেলার ইসলামপুর থানার চিনাডুলি পশ্চিমপাড়ার মৃত মিয়ার উদ্দিন শেখের পুত্র।

নিহতের পুত্রের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক পলাশ জানায়, নিহত মোফাজ্জল হোসেন শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লি:নামক কারখানায় সিকিউরিটি গার্ড বা নিরাপত্তারক্ষী হিসেবে চাকুরী করিয়া আসিতেছিলো।  গত থেকে বছর ধরে তার হার্টের সমস্যা বা হৃদরোগে ভূগতেছিলো। ১৭ জুলাই রবিবার সকাল টার দিকে নিহত মোফাজ্জল হোসেন কারখানার ভিতরের পানির হাউজে গোসল করা কালীন  সময়ে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়। পরে কারখানাটির কর্তৃপক্ষের নিকট থেকে সংবাদ নিহতের পুত্র ঘটনাস্থলে এসে নিহতের লাশ সনাক্ত করে।

add-content

আরও খবর

পঠিত