নারায়ণগঞ্জে নিরবধির এক দিনের আর্ট ক্যাম্প

নায়ায়ণগঞ্জ বার্তা ২৪ (  আফনান আহমেদ রাশেদ  ) : সারাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইন্সটিটিউট এর নবীন ও প্রবীন প্রায় ৭০ জন চিত্র শিল্পী নিয়ে নিরবধি আয়োজন করতে যাচ্ছে, এক দিনের আর্ট ক্যাম্প। নারায়ণগঞ্জ এর জনপ্রিয় সবুজ গ্রাম সাবদী,বন্দরে আগামী ৭ ই আগষ্ট মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত চলবে চিত্র শিল্পীদের এই মিলন মেলা । উক্ত আয়োজিত আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন, দেশ সেরা খ্যাতিমান চিত্র শিল্পী রনজিৎ দাস।

আরো উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট এর অধ্যক্ষ শিল্পী সামসুল আলম আজাদ,শিল্পী সোহাগ পারভেজ, শিল্পী মিন্টু দে, শিল্পী আরিফুল ইসলাম, শিল্পী বিপ্লব দাস, শিল্পী কামরুন নাহার ময়না, শিল্পী সাব্বির আলম,শিল্পী ইস্কান্দার মির্জা সহ দেশের আরোও স্বনামধন্য চিত্রশিল্পী সমূহ।

ইতি পূর্বে, নিরবধি ৩ দিনের চারুকলা কর্মশালার আয়োজন করে নিরবধি ব্যাপক প্রশংসা ও সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেলেছে বলে জানা যায়।

নিরবধির চারুকলা চর্চা কেন্দ্রের পরিচালক শিল্পী জিয়াউর রহমান জয় নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদক কে জানান, মনন ও সৌন্দর্য্য ইতিবাচক বিকাশে প্রাচীন কাল হতে চারুকলা সমাজে অনত্যম ভূমিকা পালন করে আসছে । আর চারুকলার ও চিত্রশিল্পীদের ঐক্যের বিকাশে নিরবধি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে যাচ্ছি আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত