নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে যোগদান করেছেন চাইলাউ মারম। এ উপলক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এরআগে মাদারীপুর জেলায় নিযুক্ত ছিলেন চাইলাউ মারমা। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে পদায়ন করা হয়। এছাড়া এরআগে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমীর খসরুকে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইনান্স) হিসেবে পদায়ন করা হয়েছে। তার বদলী সূত্রে মাদারীপুর জেলা থেকে আগমন করে চাইলাউ মারমা।