নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মোটর সাইকেল ছিনতাইকালে হাতে নাতে আসল ডিবি পুলিশের হাতে চার ছিনতাইকারীর সদস্য গ্রেফতার হয়েছে। ৪ঠা মে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : রূপগঞ্জের দুলাল ভূঁইয়ার ছেলে মো. সজীব ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের আক্কাস আলীর ছেলে মো. রোমান, একই এলাকার ইয়াসিনের ছেলে মো. জাহিদ নূর উদ্দিনের ছেলে আলআমিন। আজ ৫ই মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদেরকে জানান। সময় ছিনতাই করা একটি মোটরসাইকেল,  একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় এক বন্ধুর বাড়ীতে বেড়াতে আসে মো: শামসুল হক মিজি নামে এক যুবক। গত ২রা মে রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো: শামসুল হককে আটকে তার সঙ্গে থাকা ২১ হাজার টাকা, একটি মোবাইল একটি মোটর সাইকেল রেখে দিয়ে ছেড়ে দেয়। অভিযোগ পাওয়ার পর থেকে ডিবি পুলিশের একটি টিম অনুসন্ধানে নামে। দিন চেষ্টার পরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে একটি গ্যরেজ থেকে মোটরসাইকেলটি আমরা উদ্ধার করেছি এবং গ্যারেজ এর মালিকসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ঘটনায় মো: শামসুল হক মিজি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে রাতবিরাতে মোটরসাইকেল আটকে চালককে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ অর্থ মোবাইল লুটে নিতো ছিনতাইকারী চক্রটি। পরে ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে সাথেই একটি গ্যারাজে দিয়ে দিত এবং সেখানে মোটরসাইকেলটি রঙ করে এবং তার পার্টস বদলে নতুন করে ফেলা হতো।

add-content

আরও খবর

পঠিত