নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যাক্তিকে অপহরণের সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারক সংঘবদ্ধ চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। ৬ই মার্চ রবিবার দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃত চাঁদাবাজরা হলো রুপগঞ্জ থানার মাওনা এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে আহাম্মেদ হোসেন ওরফে আকাশ ওরফে আব্দুল সাত্তার (৩৫) এবং অপরজন বন্দর উপজেলার দেওয়ানবাগ কলাবাগ এলাকার কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিজ আলী ভূইয়া (২২)। ওই সময় পুলিশ এলাকাবাসী সহয়তায় আটককৃত চাঁদাবাজদের কাছ থেকে বিভিন্ন ধরনের আইডি কার্ড, পুলিশের একটি লাঠি ও ৩টি মোবাইল সেটসহ পুলিশের সাইলেন্ড যুক্ত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

এদিকে, ডিবি পুলিশ পরিচয় দিয়ে বন্দরে আল্লাহ মহান ৫০৫ ব্রীকফিল্ডে লেবার সরদারকে মারধর করে চাঁদাবাজি কালে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আরো ৪ চাঁদাবাজ। চাঁদাবাজদের হামলায় আহত হলেন ব্রীকফিল্ডের সরদার আতাউর (৫৫)। এ ব্যাপারে ব্রীকফিল্ডের সরদার আতাউর মিয়া বাদী হয়ে আটককৃত দুই চাঁদাবাজদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, রবিবার দুপুরে আটককৃত চাঁদাবাজ আহাম্মেদ হোসেন ওরফে আকাশ ও তার সহযোগী নাফিজ আলী ভুইয়াসহ ৬ জনের একটি চাঁদাবাজ দল মাইক্রোবাস যোগে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বন্দরে বাগদোবাড়িয়াস্থ ৫০৫ নামক এক ব্রীকফিল্ডে এসে ব্রীকফিল্ড মালিক আমানউল্ল্যাহ নিকট ৬ লাখ টাকা দাবি করে। ওই সময় ব্রীকফিল্ডের মালিকের সন্দেহ হলে তিনি কৌশলে বন্দর থানা পুলিশকে সংবাদ দিলে ওই সময় বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা তাৎক্ষনিক খবর পেয়ে ধামগড় ফাঁিড় দ্রæত ঘটনাস্থলে এসে ওই দুই চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। ওই সময় পুলিশ ভূয়া ডিবি পুলিশের কাছ থেকে মাইক্রোবাস, পুলিশের লাঠি, বিভিন্ন প্রকারের আইডি কার্ড ও চাঁদাবাজদের ব্যবহারকৃত মোবাইল সেট জব্দ করে।

আহত ব্রীকফিল্ডের সরদার আতাউর গণমাধমকে জানান, সকালে ইটখোলায় কাজ করার সময় হঠাৎ একটি মাইক্রোবাস এসে থামে। পরে সেখান থেকে ৫/৬ জন বের হয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে বেধম ভাবে মারধর করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ (খ সার্কেল ) এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, ডিবি পুলিশ পরিচয়ে দাবীকৃত ছয় লাখ টাকাসহ অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এছাড়া আটককৃত চাঁদাবাজরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ দিন ধরে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

add-content

আরও খবর

পঠিত