নারায়ণগঞ্জে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে শ্রমিক নেতৃবৃন্দরা। দেশব্যাপী দাবী দিবস উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক বিমল কান্তি দাস, সাহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারন সম্পাদক দিলীপ দাস, আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক- নুরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম.এ. শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর দেশের জিডিপি বাড়ছে, বাজেট বাড়ছে, সম্পদ বাড়ছে, মানুষের গড় আয়ু বাড়ছে। কিন্তু সে হিসেবে শ্রমজীবী মানুষের মজুরি ও জীবন যাত্রার মান বাড়ছে না। লুটপাটের মাধ্যমে সরকারি আমলা, লুটেরা-ধনীকগোষ্ঠী কাড়ি কাড়ি টাকার সম্পদের পাহাড় বানাচ্ছে। তাদের অবৈধ সম্পদ সুইস ব্যাংকে জমা রাখছে কিংবা বিদেশে তাদের সেকেন্ড হোম তৈরী করছে। কিন্তু যে শ্রমিকের হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে তারা এই অঢেল সম্পদের মালিক সে শ্রমিকদের নুন্যতম অধিকারটুকুও তারা দিতে রাজি নয়।

add-content

আরও খবর

পঠিত