নারায়ণগঞ্জে ট্রা‌ফিক পু‌লিশ সা‌য়েমের বিচক্ষণতায় গাজাসহ মাদক কারবা‌রি পাকরা‌ও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রতন (৩০) নামে এক অটে‌া রিকশা চালককে গাজাসহ আটক করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। সে ফতুল্লা থানার তল্লা এলাকার মো. আলী হোসেনের ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) মাদক মামলায় তাকে আদালতে পাঠায় ফতুল্লা থানা পুলিশ। সোমবার জেলা পরিষদের সামনে একটি অটো রিকশায় তল্লাশী চালিয়ে তা‌কে ২‌কে‌জি গাঁজাসহ আটক করে ট্রাফিক পুলিশের এটিএসআই সায়েম।

এটিএসআই সায়েম জানান, মাদক কারবারি রতন ওই গাঁজা নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় তার গতিবিধি ও আচরণ সন্দেহ হলে অটো রিকশাটি গতিরোধ করি এবং তল্লাশি চালাই। এসময় রতনের কাছে থাকা একটি প্যাকেট থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। 

add-content

আরও খবর

পঠিত