নারায়ণগঞ্জে জিকু হত্যা চেষ্টার ঘটনায় অনিক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মো. মাহতাব উদ্দিন জিকু (৩৪) নামে এক যুবক হত্যা চেষ্টার ঘটনায় এজাহারনামীয় পলাতক প্রধান আসামী অনিক (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ই আগস্ট রবিবার সন্ধ্যায় শহরের মিশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আজ ৯ই আগস্ট সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে গত ২৮ই জুন মো. মাহতাব উদ্দিন জিকু (৩৪) কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় জিকুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় জিকুর পিতা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামী অনিক হত্যার চেষ্টা ঘটনার মামলার প্রধান ও ১ নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে মিশনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত