নারায়ণগঞ্জে জামাতের ১৬ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি ): নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কে এমন নুরুল্লাহ (৬৮), মো. মাইনুদ্দিন (২৩), মো. আব্দুস সাত্তার (৬৩),মো. শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজ উদ্দিন(৪১), মোহাম্মদ মমিন (৩৭), মো. আনোয়ার হোসেন (৪২), মো. বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম (৩৪), মো. জামান (৩৮), মো. হাসান (৩৪), মো. হাবিবুর রহমান (৫০), মো. সোহেল রানা (৩১), মো. মোতাসিম মামুন (৪৩), মো. মামুন (৩২), মো. রুবেল রানা (২৭)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায়।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় আমাদের কে বলেন, ‘নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জ এলাকায় জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে ধরে পুলিশে সোপর্দ করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চারজনকে আটক করে।’
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান আমাদের কে জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতি নেওয়ায় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত