নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মেহেদি হাসান (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে দুবৃর্ত্তরা। ৩০ জুলাই শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লা থানাধীন দেওভোগ শেষ মাথা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মেহেদি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। নিহত মেহেদি হাসানের বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নিহতের বোন দোলন বলেন, কে বা কারা আমার ভাইকে বুকে পিঠে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করেছে আমরা এখন বলতে পারছি না।

এদিকে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রক্তাক্ত অবস্থায় মেহেদি হাসান নামে ওই যুবককে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদীর মৃত্যু হয়েছে। তার বুকেসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত