নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ১৭ ই জুলাই শনিবার রাতে মাদক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত ইমন পশ্চিম দেওভোগ এলাকার মো: অরুন আহমেদের ছেলে। নিহত ইমনের লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে শনিবার রাত পৌনে ১০ টার দিকে ডেবিড-আব্দুল্লাহ এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এর মধ্যে ডেবিড ও আব্দুল্লাহ দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘর্ষের সময় ইমন গুরুতর আহত হন। নিহতের ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী ইমনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন নামে একজন নিহত হয়। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।