নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর পোশাক শ্রমিক খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আমান উল্লাহ (১৭) নামে এক কিশোর পোশাক শ্রমিক কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮শে জানুয়ারি শুক্রবার রাতে  ফতুল্লার থানাধীন মাসদাইর পাকাপুল এলাকায় ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ঠাকুরগাঁও জেলার রাণিশংকর থানার রাতর গ্রামের জব্বর মিয়ার ছেলে। মা জৈবন্নেছারকে নিয়ে মাসদাইর পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো। তারা মা-ছেলে দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাত নিয়ে আহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসিতে আসেন আমানউল্লাহ। এসময় অবস্থা আশঙ্কা দেখে স্থানীয় লোকজন প্রথমে নরায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কা দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী নরায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নার্স ননী গোপাল জানান, গুরুতর আহত আমান উল্লাহর বুকে পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো। অবস্থা গুরুতর থাকায় আহতকে ঢাকায় পাঠানোর আদেশ দেন চিকিৎসক।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করলো, সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

add-content

আরও খবর

পঠিত