নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী শীতল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই সময়ে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ২৩ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যওয়ার পথে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোন যাত্রী আহত হননি। আগুন লাগার কিছুক্ষণ আগেই যাত্রীরা বাস থেকে নেমে যান।
শীতল বাসের চালক মো. আনোয়ার জানান, হঠাৎ বাসটির তারগুলো থেকে শক সার্কিটে ড্যাশবোর্ডে আগুন লেগে যায়। আগুন লেগে ধোঁয়া উঠতে থাকলে পরে আমি গাড়ি থামিয়ে সকল যাত্রীদের নামিয়ে দেই। এ সময় আগুনে গাড়ির কিছু ক্ষতি হলেও যাত্রীরা সকলে অক্ষত অবস্থায় আছে বলে জানান তিনি।
এ বিষয় ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।