নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের মহাসড়কে চুরি, ছিনতাই চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তাদের কাছে ২টি পিকআপ ভ্যান উদ্ধার ও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে। ১৯শে মে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
গ্রেফতাররা হলো : সোনারগাঁয়ের আনন্দ বাজারের মৃত আব্দুল সিল্কিক ভান্ডারীর ছেলে কালাম ভান্ডারী (৩৫), কুমিল্লার তিতাসের নাগেরচরের বিপনের ছেলে মো. রায়হান। ৩০), কিশোরগঞ্জের যুগিরকান্দার মৃত কাজী মিয়ার ছেলে হাসান আহম্মেদ(৩২), সোনারগাঁওয়ের বারগাও এলাকার নৃত মোক্তার হোসেনের ছেলে মো. ফারুক (২৭), সোনারগাঁয়ের কাঁচপুরের হিরন ভূঁইয়ার ছেলে মো. সুমন (৩০), ডেমরার মজি রহমানের ছেলে মনির হোসেন (২৭)।
তাদেরকে ১৮ই মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও ঢাকার ডেমরা বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী তরিকুল ইসলাম গত ৯ই মে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার ১ নম্বর রোডের মাখনা বাদীর চায়ের দোকানের সামনে তাহার একটি এক্স–২ টাটা কোম্পানির পিকআপ ভ্যান রেখে গেলে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় করা তার মামলাটি পিবিআইয়ে স্থানান্তরিত হয়।
পিবিআই জানায়, আসামীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা, ইজিবাইক চোর, ছিনতাইকারী, অপহরণকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের পেশাদার অপরাধী চক্র। আসামীদের গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে চুরি হওয়া দুটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। যার একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে স্বীকার করে যে, তারা প্রায় ৩ বছর যাবৎ অনুমানিক ১০০ থেকে ১২০ এর বেশি ট্রাক, পিকআপ ভ্যান, ইজিবাইক এবং অটোরিক্সা ছিনতাই ও চুরি করেছে। তদন্তকালে পিবিআই ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে।