নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন।এসময়ের হিসেবে বুধবার সাকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সুস্থ্যতার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২২ জন। তবে এসময়ে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৫৭ জন। মোট মৃত্যু দাড়ালো ১২০জন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৯৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৪ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সহ) ৮ হাজার ৫৯, সদর উপজেলায় ৫ হাজার ১৯৭, বন্দরে ১ হাজার ২৮৭, আড়াইহাজারে ২ হাজার ৪৭৯, সোনারগাঁয়ে ১ হাজার ৯৬৩, রূপগঞ্জে ইউএস বেসরাকারী ল্যাব সহ ৮ হাজার ১৩ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫২৬জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৫২৮ জন, সদর উপজেলার ১ হাজার ১০২ জন, রূপগঞ্জের ৯১৯ জন ও আড়াইহাজারের ৪৪৬ জন, বন্দরের ১৪৯ ও সোনারগাঁয়ের ৩৮২ জন।