নারায়ণগঞ্জে কাদিয়ানী মাথাচাড়া দিচ্ছে : জুনায়েদ আল হাবীব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ ওলামা কল্যাণ সিরাত কমিটির উদ্যাগে সীরাতুন নবী (স.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেলে শহরের চাষাড়া সলিমুল্লাহ সড়কে জমিয়ত কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমেনী (রহ.)  উত্তরসূরি আল্লামা জুনায়েদ আল হাবীব (দা.বা.)।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, আমাদের লক্ষ্য ঘরে ঘরে কোরআন শিক্ষা দেওয়া। কিন্তু কিছু লোক রয়েছে যারা এ জাতিকে কোরআন সুন্নাহ্ শিক্ষা থেকে বঞ্চিত করতে চাচ্ছে। এছাড়াও নারায়ণগঞ্জে কাদিয়ানী সম্প্রদায়েরা মাথাচাড়া দিচ্ছে। ঈদুল আযহার পর আমরা এদের বিরুদ্ধেও আন্দোলন করবো। সামনে নির্বাচন ইশতেহারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের! বাজারে মাছ বা সবজি যেকোন পণ্যই কিনতে গেলে আপনারা কাদিয়ানীদের কাফের বলবেন। এদেশের হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধরা সরকারের যে কোন স্থানে বসতে পারবে কিন্তু কাদিয়ানীরা বসতে পারবে না। নামধারী এই অমুসলিমদের কোনভাবেই আমরা মুসলিম বলে স্বীকৃতি দিবো না।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশীদ, জামিয়া আরাবিয়া দেওভোগ দারুল উলুম মাদ্রাসার প্রধান মুফতী শুক্কুর আহমদ, টানবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতী বশির আহম্মেদ ও নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের কোষাধ্যক্ষ মুফতী দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত