নারায়ণগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ, থানায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী কানাই নগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রী (১৭) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে একই পরিবারের দুই নারী সদস্যসহ পাঁচ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামী করে গত ২৪শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন : ফতুল্লা থানার বক্তাবলী রাজাপুর গ্রামের আসাদুল্লাহর পুত্র মতিউর রহমান ওরফে মতি (৫৫), মতিউর রহমান ওরফে মতির পুত্র পায়েল (২৬), স্ত্রী হোসনে আরা (৪৫), পুত্র মেহেদী হাসান (২৩) এবং হানিফের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

মামলায় উল্লেখ করা হয় যে, বাদির মেয়ে স্থানীয় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। মামলার প্রধান আসামী পায়েল বিবাহিত হওয়া সত্ত্বেও তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে প্রায় সময় প্রেমের প্রস্তাব সহ নানা ভাবে উত্যক্ত করতো।

এ বিষয়টি বাদীর মেয়ে পরিবারের সদস্যদর জানালে তারা অভিযুক্ত পায়েলের পরিবার কে বিষয়টি অবগত করে। এতে করে পায়েল আরো বেশী ক্ষিপ্ত হয়ে বাদীর মেয়েকে উত্যাক্ত করতে থাকে। চলতি মাসের ২০ তারিখ সকালে বাদীর মেয়ে কলেজে যাবার উদ্দেশ্যে সকাল ১০ টার দিকে বাসা  থেকে বের হয়।

যথা সময়ে বাসায় ফিরে  না আসায় বাদী তার মেয়ের মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পায়। পরে বাদী কলেজে গিয়ে তার মেয়ের খোঁজে গেলে পথিমধ্যে বাদী লোকমুখে জানতে পারেন অভিযুক্তরা তার মেয়েকে কলেজের গেইট থেকে সকাল সাড়ে ১০টার দিকে জোড় পূর্বক একটি সিএনজিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  তবে স্থানীয়দের একটি সূত্র জানায়, বিষয়টি প্রেম ঘটিত হতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার জানান, অপহৃত মেয়েকে উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত