নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও এ ভাইরাসে একজন চিকিৎসা সেবীকার মৃত্যু হয়েছে। তিনি আড়াইহাজার এলাকার বাসিন্দা, বয়স ৫৪। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯০৮ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৪জন।এসময়ের মধ্যে সুস্থ্য হযেছেন মাত্র ১৬ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৩২৮ জন। শুক্রবার (১১ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মোট আক্রান্তের সংখ্যা ৫৪৫৭ জন।সদর এলাকায় এর সংখ্যা ৩৮৬৪ জন।রূপগঞ্জ উপজেলায় ৪৮৭৭ জন।আড়াইহাজার ১৭৮৬, সোনারগাঁ ১৩৯৩ ও বন্দরে ৮৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৬জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৮২০৭ জনের।