নারায়ণগঞ্জে কন্টেইনার ভর্তি বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণের বিদেশি মদসহ ২ জনকে আটক করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ, নারায়ণগঞ্জের ট্রিপরদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওইসব মদ জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মদ ভর্তি ২টি কনটেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দর থেকে এমন গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার এবং জয়েন্ট কমিশনারের (জেটি) তত্ত্বাবধানে কাস্টম হাউস চট্টগ্রামের এআইআর টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় সারা রাত কার্যক্রম শেষে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া চালান ২টি সম্বলিত গাড়ি সোনারগাঁ, নারায়ণগঞ্জে আটক করা হয়।

আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। ২টি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ শুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে এ দুটি চালানে।

এ ব্যাপারে কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই বুধবার টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসের প্লাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। একই দিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করে। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। ২টি চালানে তরল মদ পাওয়া গেছে।

এ বিষয়ে র‌্যাব-১১ কর্মকর্তা জানায়, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আজ সংবাদ সম্মেলন করলেও এই চালানে কত হাজার বোতল রয়েছে গণনার পর সে তথ্য আগামীকাল ২৪ জুলাই রবিবার পুনরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত