নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ১০৯ পরীক্ষার্থী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির বাংলা ১ম পত্র ও দাখিল সহজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস তথ্য মতে, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ হাজার ৪০৭জন । আর অনুপস্থিত ছিলো ১০৯ পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৭৪ জন, দাখিলে ২৭ জন এবং ভোকেশনালে ৮ জন অনুপস্থিত ছিলো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার ২১৮জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২৬৩ জন, দাখিলে ২ হাজার ৫৩১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী।