নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের আশ্বাসে আন্দোলন স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানের আশ্বাসে রোববার (৫ জুলাই) পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩ আগষ্ট) সাড়ে ৩টায় চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ডেকে তিনি অনুরোধ করেন আজকের জন্য তোমরা (ছাত্ররা) দেখো। আগামীকাল পুলিশ কিভাবে ট্রাফিক কন্ট্রোল  করে।  রোববার বসো, দেখো তোমরা যেভাবে চাচ্ছিলা পুলিশ প্রশাসন সেভাবে করছে কি না! যদি না হয় জবান দিচ্ছে রোবাবার তোমাদের সাথে আমিও রাস্তায় থাকবো।

এসময় আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাতির মাহমুদ সড়কে যানবাহন ও চালকদের বিভিন্ন অনৈতিকতা তুলে ধরে। এবং এমপি শামীম ওসমানের আশ্বাসে ছাত্রদের পক্ষ থেকে বলেন, সবাইর কাছে অনুরোধ করলাম সবাই যার যার মতো বাসায় ফিরে যাও। যতি এসব কথার ব্যাত্যয় ঘটে তবে আবার আমরা রাস্তায় নামবো । পরে শিক্ষার্থীদের কাছে সংরক্ষিত থাকা লাইসেন্সবিহীন গাড়ির চাবিগুলি সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

অনতিবিলম্বে ট্রাফিক আইন কার্যকর করার প্রতিশ্রুতিতে শামীম ওসমান নিরাপদ সড়কের দায়িত্ব শুধু ছাত্রদের নয়, আমিও সড়ক দূর্ঘটনায় মরতে পারি। সরকারও ছাত্রদের এ আন্দোলনকে ভালো ভাবে নিয়েছে। যে মেয়েটি মারা গেলো তার সাথেও কথা বলেছে। একটি হচ্ছে দূর্ঘটনা। আরেকটি হচ্ছে রেষারেষি করে, নিয়মনীতির তোয়াক্কা না করে, গাড়ি চালিয়ে মানুষ মারাকে কোনভাবেই দূর্ঘটনা বলে না।  ছাত্ররা আমাদেরই সন্তান। আমি আমার ছাত্রদের নিয়ে গর্ববোধ করি।

এসময় পুলিশ প্রশাসনকে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করেন, যেভাবে যেটি যে আইনে আছে সেটি সেভাবে করেন। পুলিশের কোন অফিসার যদি সেখানে শৈথল্য প্রদর্শন করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া দরকার আমি নেবো।

পুলিশের ওসিদের আমি নির্দেশ দিচ্ছি আপনারা ট্রাফিক সিস্টেমকে এভাবে কন্ট্রোল করেন যেখানে সেখানে গাড়ি রাখা চলবে না। আর যদি না পারেন তাহলে আমি আমার এই ছেলে মেয়েদের সাথে নিয়ে এ ট্রাফিক সিস্টেমকে অবশ্যই কন্ট্রোল করবো।

পুলিশ দায়িত্ব পালন না করতে পারলে আসসালামুআলাইকুম। এরপর শামীম ওসমান বলেন ছাত্রদের পক্ষ থেকে মাহাতির মাহমুদ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের কাছে বিভিন্ন গাড়ির চাবি হস্তান্তর করবেন। যারা এই আন্দোলন করেছে তাদের স্বাগত জানাই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি অনুরোধ জানাতে এসেছি যে ছেলেরা এতো কষ্ট করে দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করেছে। ট্রাফিক যানজট সারা বছর থাকবে না।  তোমাদেরও লেখাপড়া আছে। প্রশাসনও তার দায়িত্ব পালন করবে। এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন কাজ নয়। অনেকে চাইবে ছাত্রদের রাস্তায় নামাতে। যারা রাস্তায় দূর্ঘটনায় মারা গেছে আমরা তাদের ফেরত পাবো না। কিন্তু বিনা কারণে যাতে কোন মানুষই এভাবে সড়ক দূর্ঘটনায় মারা না যায় সেটিও আমরা প্রত্যাশা করি।

এসময় কুর্মিটোলায় নিহত দুই শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদকে ডেকে এনে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, তোলারাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজসহ অন্যান্য কলেজের সমস্যাগুলো সনাক্ত করো। এরপর এটি আমার কাছে পৌছে দিবা। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও এটি পৌছে দিবা। যেটি সিটি করপোরেশনের মধ্যে পড়ে সেটি সিটি করপোরেশনের কাছে পৌছে দিবা।

এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি)আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত