নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। ১লা জানুয়ারি রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এই সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই পাওয়ার আনন্দ ফুটে ওঠে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির গভনিং বডির সভাপতি আনোয়ার হোসেন ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবুল তালেব সহ স্কুলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।