নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ মহানগর শাখার আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে র্যালিটি প্রদক্ষিণ করে এরপর বর্ণাঢ্য বিজয় র্যালিটি সমাপ্তি ঘটে।
সেইদিন সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সুলতান মাহমুদ এর সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াাম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।
মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, মহান বিজয় দিবসে আমরা বলতে চাই আগামী সিটি নির্বাচনে আমরা হাত পাখার পক্ষে যদি বিজয় অর্জন করি তাহলে জনগণের খাদেম হিসেবে কাজ করব, ইনশা আল্লাহ্।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক আমির হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান রোমান, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি বিল্লাল হোসেন।