নারায়ণগঞ্জে আয়কর মেলায় লক্ষমাত্রা পূরণ

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জে আয়কর মেলায় লক্ষমাত্রা পূরণ করেই সফলভাবে এবারের মেলা সমাপ্ত হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত থেকে নভেম্বর চলা আয়কর মেলায় মোট রাজস্ব সংগৃহিত হয়েছে কোটি টাকারও বেশিমেলার শেষদিনে সংবাদ সম্মেলনে কর অঞ্চল নারায়ণগঞ্জের কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, চারদিন ব্যাপী আয়কর মেলায় সর্বমোট ৩হাজার ৬শ ৮৯ টি রিটার্নের বিপরীতে মোট কোটি ৫৮ লাখ ১৬ হাজার ৬শ ৭৩ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে

মুন্সীগঞ্জ জেলাসহ মোট হাজার ৬শ ৪২ টি রিটার্নেও বিপরীতে মোট কোটি লাখ ১৭ হাজার ৪শ ৭৩ টাকা সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় দিনে হাজার ৬শ ৫৯ জন দর্শনার্থীকে আয়কর বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। আয়কর মেলায় ১৮৪ জন করদাতা টিআইএন রেজিষ্ট্রেশন গ্রহণ করেছে এবং ১১৭ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করেছেন

আয়কার মেলার শেষদিনে মোট হাজার ২শ ২১ টি রিটার্নের বিপরীতে মোট ৮০ লাখ ৫২ হাজার ৭শ ১৬ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়। শেষ দিনে ২৫ টি ডেক্স মোট হাজার ৭শ ৪৫ জন দর্শনার্থীকে সেবা প্রদান করা হয়। এছাড়া ৫৯ জন করদাতা টিআইএন রেজিষ্ট্রেশন করেন এবং ৩৯ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করেছেন

আয়কর মেলার শেষদিন ছুটির দিন হওয়ায় অন্যদিনের মতোই আয়কর মেলা এর মেলা প্রাঙ্গণে ছিলো উপচে পড়া ভীড়। অনেক স্টলেই দীর্ঘ লাইন দেখা গেছে। করদাতাগণ স্টলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আয়কর প্রদান করেন। করদাতাগণ মেলায় সুষ্ঠু পরিবেশ আন্তরিক সেবার জন্য সন্তোষ প্রকাশ করেন

আয়কর মেলার শেষপর্বে মেলা উপলক্ষ্যে শিক্ষণ ফোরাম আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কর অঞ্চলনারায়ণগঞ্জের কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী। কুইজ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ বালিকা সরকারি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া ইসলাম ১ম, আই.টি সরাকরি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী গাজী সাজিদ আহম্মেদ ( সিয়াম) ২য় এবং নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী সুনীত মালাকার ৩য় স্থান অধিকার করেন

এবারের আয়কর মেলা সফলভাবে সম্পন্ন করায় কমিশনার মেলায় আগত সকল করদাতাগণ, নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারিবেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বুথের কর্মকর্তাগণ, কাস্টমস , এক্সাইজ ভ্যাট, সঞ্চয় বুরে্যা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, সংবাদকর্মী এবং কর অঞ্চলনারায়ণগঞ্জের সকল কর্মকর্তাসহ সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

উল্লেখ্য, কর অঞ্চলনারায়ণগঞ্জের দিন ব্যাপী আয়কর মেলার আজ সমাপ্ত হলেও রোববার মুন্সীগঞ্জ জেলার আয়কর মেলা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীতে যথারীতি চলবে। আগামী নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারাগাঁও রূপগঞ্জ এবং নভেম্বর আড়াইহাজার উপজেলায়। এছাড়াও নভেম্বর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি শ্রীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে

add-content

আরও খবর

পঠিত