নারায়ণগঞ্জে আলোচিত মাদক আইস উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজম্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে প্রথমবারের মত আলোচিত মাদক আইস ও ইয়াবার চালানসহ মাদক পাচারকারিকে গ্রেপ্তার করেছ জেলা পুলিশ। শুক্রবার রাত সোয়া একটায় সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় আলুর বীজ বোঝাই একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ চালক মো. হোসেন কে আটক করা হয়। এসময় তার কাছে ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ৩০ গ্রাম আইসের বড় একটি চালান জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। পরে তার দেয়া তথ্যানুযায়ী আরেক মাদক কারবারী আবু হানিফকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু। তিনি জানান, এ জেলায় আইসের এমন চালান প্রথম। চট্টগ্রাম থেকে এ মাদকদ্রব্য নারায়ণগঞ্জ দিয়ে মুন্সিগঞ্জ চালান করা হচ্ছিল। আমরা মাদকের এই চালানের গডফাদার ও অর্থের যোগানদাতা কারা তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, আটক মো. হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগী হিসেবে কাজ করে। এ মাদকের চালান মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশে পাচার করা হচ্ছিল। চালানটি আনোয়ার নামে একজনের বুঝে নেয়ার কথা ছিল। তাকেসহ মাদকের অর্থ যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে এ আইস ও ইয়াবা বাংলাদেশের কোনো দুর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোনো দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

add-content

আরও খবর

পঠিত