নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলায় গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ২৬ জুন রবিবার রাত ১০টায় গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাজধানীর আজগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
দৌলত মেম্বার জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার গোগনগর ও সৈয়দপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এক পক্ষে ছিলেন রবিন ও অপর পক্ষে ছিলেন লুৎফর রহমান। ওই সময় ২ পক্ষের মধ্যে মারামারিতে একাধিকজন হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে রবিনের বিরুদ্ধে অবস্থান নেন দৌলত মেম্বার ও তার লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল।
তারই সূত্র ধরে ২৬ জুন রবিবার রাতে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত ঢাকায় আজগর আলী হাসপাতালে নেওয়া হলে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে গত ২০১৯ সালের ১লা মে দিনগত রাতে তৎকালীন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর এলাকায় ব্লক রেইডের মাধ্যমে দৌলত মেম্বারকে গ্রেফতার করেছিল। জেল হাজত খেটে কয়েক মাস পর তিনি জামিনে বের হন।
পুলিশ তখন জানিয়েছিল, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ৷ তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে৷ এতোদিন সে পুলিশের ধরাছোয়ার বাইরে ছিল এতোদিন৷ গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে৷ সাবেক মেম্বার দৌলতের বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে।