নারায়ণগঞ্জে আরও ৮১ জন শনাক্ত, মোট ৩৩৯৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নতুন করে আরও ৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো মৃত্যু নেই। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৫। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৯৮ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ৯১০ জন। শনিবার (৬ জুন) সকালে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মোট আক্রান্তের সংখ্যা ৪৪৫১ জন।সদর এলাকায় এর সংখ্যা ৩৫০২ জন।রূপগঞ্জ উপজেলায় ৩৮৯৮ জন।আড়াইহাজার ১৫৫১, সোনারগাঁ ১১৫৫ ও বন্দরে ৭৬১জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৭জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫২২৮ জনের।

add-content

আরও খবর

পঠিত