নারায়ণগঞ্জে আরও ১০২ জন শনাক্ত, মোট ৩৫০০ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলাজুড়ে মোট আক্রান্ত ৩৫০০ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৫ জন। এছাড়া মোট সুস্থতার সংখ্যা ৯১০ জন।  রোববার (৭ জুন) সকালের দিকে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়, জেলায় মোট আক্রান্তের ১২৯৫ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। সদর উপজেলায় ৯৯০ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া আড়াইহাজার ২৮৮, বন্দর ১০৩, রূপগঞ্জ ৫৩৯, সোনারগাঁ উপজেলায় ২৮৫ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মৃত্যু ৫৩ এবং সদর উপজেলায় ১৮ জন।

অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ২, রূপগঞ্জে ২, আড়াইহাজারে ২ এবং সোনারগাঁয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ১৪০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১৫ হাজার ৩৬৮ টি।

add-content

আরও খবর

পঠিত