নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ৫ আসনের চার চার বারের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমানের নামে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। আজ ৯ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মন্ডলপাড়া পুল হয়ে ২ নং রেল গেইট হয়ে গ্রীনেজ ব্যাংকের মোড় হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রিপন ভাওয়াল, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক মুরশিদ আলম খান, জাতীয় পার্টি নেতা হায়দার আলী শামীম, নাসির, সুমন, রাতুল, মনির, হোসেন সহ প্রমুখ।