নারায়ণগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজর আলী বহিস্কার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফজর আলীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় তাকে বহিস্কার করা হয়।বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরে তা অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরন করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আপনাকে মনোনয়ন দেয় নাই। তারপরও আপনি দলীয় শৃংখলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। তাই গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক আপনাকে দল থেকে বহিস্কার করা হলো। যাহা অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরন করা হলো।

add-content

আরও খবর

পঠিত