নারায়ণগঞ্জে অপরাজনীতিটা বেশি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক): নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে বাংলাদেশের স্বাধীনতাকে আর আমাদের স্বপ্নকে ধ্বংস করা হয়েছে। বেঁচে যাওয়ার অপরাধে শেখ হাসিনাকে ২১ বার হত্যা চেষ্টা করা হয়েছে। তখন কোথায় ছিলো মানবাধিকার কমিশন? বিচারপতি, বিচারবিভাগ। সেটা প্রশ্ন রাখতে চাই আইনজীবীদের সামনে। নারায়ণগঞ্জের রাজনীতি থেকে অপরাজনীতিটা বেশি। ঐক্যের চেয়ে কোন্দল বেশি, কোন্দলের মাধ্যমে পদ ভাগিয়ে নিয়ে মজা দেখছেন। আসেন সকলে মিলে দলটাকে ঠিক মতো চালাই। বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা কি করছি । আমরা বঙ্গবন্ধুর আদর্শকে  ধরে রাখতে পারছি না। নাকি পদ-পদবীর জন্য রাজনীতি করি ? যখন কেউ মন প্রান দিয়ে কাজ করে তখন মনে করে সেই বড় আওয়ামী-লীগার। কোন একটা পদ পাওয়ার পর মনে করে আমার থেকে বড় কেউ নাই। বড় বড় বক্তব্য, জনসভা, কত কিছুই তো হয় নেত্রীর উপর আঘাত আসলে এই গুলো সব থাকবে তো ? আমার বাবাকে দেখেছি কয়েকটা রাইফেল নিয়ে এলোপাতারী দৌড়াদৌড়ি করতে কিছু একটা করতে চেয়েছিলেন কিন্তু পরে আটক হয়ে যায়। তখন আদর্শিক নেতা ছিলো, হাইব্রীড ছিলো ০.১% মোস্তাকের বংশধর আর ৯৯% ছিলো আদর্শিক। তবে এখন আদর্শিক নেতা কত আর হাইব্রীড কত সেটা চিন্তার বিষয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনিসহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত