নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে ফতুল্লায় আন্ত:জেলা অটো রিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২৯ জুলাই শুক্রবার রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটো রিকশা জব্দ করে পুলিশ।
গ্রেফতাকৃতরা হলো : ফতুল্লা মডেল থানার কাশিপুর হাটখোলার আজাদ-কালাম ভিলার ভাড়াটিয়া আব্দুল ওহাবের পুত্র মেহেরুল (২৬), একই থানার দেওভোগ পাক্কা রোডের গার্মেন্টস গলির দুলাল বিশ্বাসের পুত্র মো. আশরাফুল (২৯), একই থানার পূর্ব লামাপাড়ার মৃত আব্দুল হকের পুত্র মো. রনি(২৯), একই এলাকার মো. মান্নানের পুত্র পাভেল, কায়েমপুরের হাজী মো. শরিফুল ইসলামের পুত্র ইকবাল হোসেন উজ্জল (৩৫) ও কুতুব আইল হাজী সাইজউদ্দিন মাদ্রাসা সংলগ্ন মো. মনির হোসেনের পুত্র মো. সোহেল (৩২)।
এদিকে, চোরাই অটো রিকশা উদ্ধারের ঘটনায় চোরাই অটো রিকশার মালিক আব্দুর রহমান বাদী হয়ে ৩০ জুলাই শনিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক পলাশ কান্তি জানায়, কাশিপুর হাটখোলার আব্দুর রহমান ও রতন শিকদার নামক ২ ব্যক্তির দুটি অটো রিকশা চলতি মাসের ২৫ তারিখ চুরি হয়। এর মধ্যে আব্দুর রহমানের অটো রিকশাটি ভাড়ায় চালানোর জন্য ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে গ্যারেজ থেকে নিয়ে বের হয় চালক বেশে চোর মেহেরুল। যথা সময়ে গ্যারেজে অটো রিকশা নিয়ে ফিরে না আসায় বিভিন্ন স্থানে গিয়ে খোঁজ খুঁজি করতে থাকে মালিক আব্দুর রহমান। গত ২৯ জুলাই শুক্রবার বিকাল ৫ টার দিকে চালক বেশে চোর মেহেরুন কে কাশিপুর হাটখোলা এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সংবাদ দেয় অটো রিকশার মালিক রহমান।
তিনি আরও জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মেহেরুনকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক দেওভোগ পাক্কারোড এলাকা থেকে আটক করে রতন শিকদারের চুরি করা অটোরিকশার চোর আশরাফুল কে। তাদের স্বীকারোক্তি মোতাবেক লামাপাড়া এলাকা থেকে আটক করা হয় চোরাই অটো রিকশা ক্রয়- বিক্রয়ের মধ্যস্থতাকারী রনি ও পাভেল কে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কায়েমপুরস্থ চোরাই অটো রিকশা রাখার দুটি গ্যারেজে অভিযান চালিয়ে আটক করা হয় চোরাই অটো রিকশা ক্রয় করার অভিযোগে আটক করা হয় ইকবাল হাসান উজ্জল ও মো. সোহেল কে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা দুটি অটো রিকশা। গ্রেফতারকৃত আসামীদের ৩০ জুলাই শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।