নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে গ্যারেজসহ ২৮টি ঘর পুড়ে ভস্মীভূত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ চাঁনমারী বস্তি এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় রিকশার গ্যারেজসহ প্রায় ২৮টি দোকান ও ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ২২ই মার্চ সোমবার দিবাগত রাত ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁনমারী বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ ১০টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি রিকশা গ্যারেজের পেছনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে তা কাঁচা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের শিখা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসাকিট অথবা মশার কয়েল থেকেই আগুনে সূত্রপাত ঘটতে পরে। দ্রুত আগুন তা চারদিকে ছড়িয়ে পরে এতে একটি রিকশার গ্যারেজ সহ ২৮টি দোকান ও ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

add-content

আরও খবর

পঠিত