নারায়ণগঞ্জের ৬ বিএনপির নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বহিষ্কৃত ৬ নেতা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানাধীন ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, যারা দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত হয়ে কোনো প্রার্থীর পক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধেও আগামীতে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত